কলকাতায় এবার একটু ভিন্ন রকম হতে চলেছে দুর্গা পূজা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনায় কারণে কলকাতায় এবার একটু ভিন্ন রকম হতে চলেছে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা।কিছু দিন পর দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এছাড়া, করোনার কারণে সেই বিলম্বিত পূজাতেও থাকছে নতুনত্ব।
স্যানিটাইজেশন, মুখে-মাস্ক ও ৬ ফুটের দূরত্ব বিধি, রাতে প্যান্ডেলের প্রতিমা দেখায় নানা বিধি নিষেধ। করোনা সংক্রমণের ভয় নিয়েই শারদীয় উৎসব উদযাপন করতে হবে এবার। কলকাতায় সাধারণত দুই ধরণের দুর্গা পূজার আয়োজন হয়। একটি প্রাচীন বনেদি হিন্দু বা রাজবাড়ির পূজা। আর বারোয়ারি বা সার্বজনীন দুর্গা পূজা। মহামারী করোনার কারণে এবারের উৎসবে থাকছে ভিন্নতা। রাজবাড়ির সদস্য দেবরাজ মিত্র বলেন, অতীতের ঐতিহ্য এবং নিষ্ঠা মেনেই এবারও আমাদের পূজা অনুষ্ঠিত হবে। আগে যে প্রচুর মানুষের সমাগম হতো; সে জায়গায় আমাদের কিছু বিধিনিষেধ থাকবে।