কুমিল্লায় বাস, মাইক্রোবাস ও ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১১:২০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
কুমিল্লায় বাস, মাইক্রোবাস ও ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে কোরপাই এলাকায় ফেনী অভিমুখী স্টার লাইন পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও একই মুখী ট্রাকের সাথে ত্রিমুখী সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোবাসের চালক ও এক নারী যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নামতিক্রসিং হাইওয়ে থানায় নিয়ে যায় এবং আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।