করোনায় আ’লীগের ৫২২ কর্মীর মৃত্যু, এ ত্যাগ অন্য কোন দল করেনি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনা মহামারি মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের জন্য আত্মত্যাগ করলেও অন্য কোনো দল মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুঃসময়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। তাই মহামারীর মধ্যেও স্বস্তিতে আছে দেশ। শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় করোনায় আওয়ামী লীগের ৫২২ নেতাকর্মী মৃত্যুবরণ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, এই ত্যাগ আর কোনো দল করেনি।
শনিবার সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন,আওয়ামী লীগ জনগণের সংগঠন আর জনগণের স্বার্থেই কাজ করে।
আওয়ামী লীগের কাজের বিপরীতে বিএনপি-জামায়াত জোটের ‘অগ্নিসন্ত্রাসের’ কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
করোনায় আওয়ামী লীগের মতো ত্যাগ কোন দল করেনি উল্লেখ করে সরকারের বিরুদ্ধে সমালোচনার জবান দেন সরকার প্রধান।
এছাড়া কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।