দেশের মানুষ সরকারের উপর ক্ষুব্ধ: নজরুল ইসলাম খান
- আপডেট সময় : ০৭:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জনপ্রিয়তায় ভীত হয়েই সরকার তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায় বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ কারণে দেশের মানুষ সরকারের উপর ক্ষুব্ধ উল্লেখ করে তিনি বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী বলেছেন, সরকার বেশুমার লুটপাট চালাতে উন্নয়নের নাটক করছে। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তারা।
বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নাটক তৈরী ও কটুক্তি’র প্রতিবাদে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে যুবদল।এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা।এ সময় রুহুল কবির রিজভী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুন্ন করায় সরকারের সমালোচনা করে বলেন, উন্নয়নের নামে সরকার নাটক করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইনডেমনিটি আইনের ব্যাখ্যা তুলে ধরেন। বলেন, সরকারের কর্মকান্ডে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।সরকার পতন আন্দোলনে যুবদলকে সুসংগঠিত হওয়ার আহবান জানান বিএনপি নেতারা ।