রিফাত হত্যা মামলার আসামি মিন্নিসহ ৬ আসামির ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানো হয়েছে
- আপডেট সময় : ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আসামি মিন্নিসহ ৬ আসামির ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। এই আপিলের সাধারণ কিছু প্রক্রিয়া শেষে প্রধান বিচারপতি ডেথ রেফারেন্সের শুনানির জন্য একটি বেঞ্চ গঠন করবেন।একই সঙ্গে শুনানির দিন ধার্য করে দেবেন।
রিফাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি নিয়ে গেলো রাতে ঢাকা পৌঁছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। এর আগে রায়ের কপি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম। গত ৩০ সেপেম্বর চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায়ে মিন্নিসহ ৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আছাদুজ্জামান। বাকি চার আসামি পায় বেসকসুর খালাস। ২০১৯ সালের ২৬ জুন রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে করা হয়। পরে ওই ঘটনায় রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফের দায়ের করা মামলায় প্রধান সাক্ষী মিন্নিকে আসামি করা হলে মামলা নতুন দিকে মোড় নেয়।