দেশের শান্তি নষ্ট করার অপচেষ্টা করলে তা প্রতিহত করা হবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
গণতন্ত্রের নামে দেশের শান্তি নষ্ট করার অপচেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়াল বক্তব্যে এ হুশিয়ারি দেন তিনি। এ সময় বিএনপি নেতাকর্মীদের উপর মামলা-হামলার অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আসন্ন উপনির্বাচনে ভরাডুবির আশংকায় এখন থেকেই মিথ্যাচার করছে তারা।
রোববার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী দু’মাসের মধ্যে বিএনপির নেতাকর্মীদের মাঠে নামার প্রস্তুতির নির্দেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগও চায় বিএনপি মাঠে থাকুক।
তিনি বলেন, আন্দোলনের নামে কোন ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও জনভোগান্তি মেনে নেবে না সরকার।
এছাড়া জমাকৃত সকল কমিটি যাচাই বাছাই করে বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের বাদ দেয়ার নির্দেশনাও দেন সেতুমন্ত্রী।
পরে বিভিন্ন ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।