জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন, তা এখন দিবালোকের মতো স্পষ্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। এ মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হত্যাকারীদের পুনর্বাসনও করেছিলেন জিয়াউর রহমান।
তথ্যমন্ত্রী বলেন, এসব কথা যখন পত্রপত্রিকায় ছাপা হচ্ছে এবং জনগণের কাছে বিশ্বাসযোগ্য আকারে গণমাধ্যম উপস্থাপন করছে, তখন বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। তাই তারা মানববন্ধনসহ নানা কর্মসূচি দিয়ে সবার দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চাচ্ছে। দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও প্রশিক্ষকদের সঙ্গে সভাশেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় তিনি বিএনপি নেতা গয়েশ্বর রায়ের সমালোচনা করে বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের সব চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছে।