ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা একটি চিঠিতে দুঃখ প্রকাশ করে করোনা ভাইরাস থেকে দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি এই মহামারি ও এর কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী দিনগুলোতে তাঁর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস থেকে যুক্তরাষ্ট্রের মানুষের জীবন বাঁচাতে এবং এর ক্ষতি মোকাবিলায় নেওয়া উদ্যোগগুলোর পাশাপাশি ট্রাম্পের নেতৃত্ব ও দৃঢ় আত্মবিশ্বাসের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।