শিশুদের উপর অত্যাচার-নির্যাতন করা হলে ব্যবস্থা নেয়া হবে
- আপডেট সময় : ০১:৪৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
শিশুদের উপর অত্যাচার-নির্যাতন করা হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সকালে বিশ্ব শিশু অধিকার দিবস এবং সপ্তাহ ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় প্রতিবন্ধি শিশুরা যেন কোনভাবে অবহেলিত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রেখে বিভিন্ন উদ্যেগ নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া করোনায় শিক্ষা গ্রহনের ক্ষেত্রে শিশুরাও প্রযুক্তির সুফল পাচ্ছে উল্লেখ করে এর কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার জাতীয় শিশু একাডেমিতে আয়োজিত বিশ্ব শিশু অধিকার দিবস এবং সপ্তাহ ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে জাতীয় শিশু একডেমি থেকে প্রকাশিত শিশুগ্রন্থমালা মুজিববর্ষ, আমরা এঁকেছি একশ মুজিব শিশু চিত্র ও রচনা সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। শিশুদের জন্য তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের নিরাপত্তায় সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
এ সময় প্রতিবন্ধিদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেয়ার কথাও জানান সরকার প্রধান।করোনাকালীন শিশুদের শিক্ষাগ্রহণে প্রযুক্তির ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিশ্ব শিশু দিবসে নির্ভরযোগ্য, শান্তিপূর্ণ ও বাসযোগ্য পৃথিবীর প্রত্যাশাও করেন প্রধানমন্ত্রী।