রাজশাহী সিটি কর্পোরেশনে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক
- আপডেট সময় : ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
এসএটিভিতে সংবাদ প্রচারের পর রাজশাহী সিটি কর্পোরেশনে ফ্লাডলাইট স্থাপনে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। নগরীর বিভিন্ন মোড়ে ১৬টি ফ্লাডলাইট স্থাপন সংক্রান্ত তথ্য যাচাইয়ে রোববার দু’দকের তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম সিটি কর্পোরেশনে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করেছে।
অভিযানকালে টেন্ডারের শর্তানুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান- হ্যারো ইঞ্জিনিয়ারিংয়ের পাঁচ বছরের কাজের অভিজ্ঞতার সনদ দুদক টিমকে দেখাতে পারেনি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বিদেশ থেকে আমদানি করা বৈদ্যুতিক সরঞ্জামাদির শিপমেন্ট ডকুমেন্ট, এলসি, বিল অব ল্যান্ডিং, শুল্ক, কর ও ভ্যাট পরিশোধ সংক্রান্ত কোনো কাগজপত্রেরও অস্তিত্ব মেলেনি। এছাড়া, কাগজপত্রে দেয়া ঠিকানায় গিয়েও ঠিকাদারি প্রতিষ্ঠান- হ্যারো ইঞ্জিনিয়ারিংয়ের কার্যালয় পায়নি দুদক টিম। কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হবে। এর আগে গেল ২৯ সেপ্টেম্বর ‘রাজশাহীতে আলো ছড়াচ্ছে দুর্নীতির চেরাগ’ শিরোনামে এসএটিভিতে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়।