বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনের প্রধান আসামী বাদল ও দেলোয়ার গ্রেফতার
- আপডেট সময় : ০৭:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৬০০ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামী বাদলকে ঢাকার কামরাঙ্গীরচর থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামী দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে গ্রেফতার করে র্যাব।
নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে যৌন নির্যাতন ও ধর্ষণ চেষ্টা করেন এলাকার সন্ত্রাসী বাহিনীর প্রধান দেলোয়ারের নেতৃত্বে সন্ত্রাসীরা। গত মাসের (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে গৃহবধূ এর বসত ঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রেখে তাকে ধর্ষণের চেষ্টা করে শ্লীলতাহানি করে স্থানীয় বাদল ও তার সংঘবদ্ধ বখাটে যুবক দল। ঐ সময় গৃহবধূ বাঁধা দিলে তারা তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে।
সোমবার রাত একটার দিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নির্যাতিতা গৃহবধূ বাদি হয়ে বেগমগঞ্জ থানায় নয় জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত চার আসামিকে আটক করা হয়েছে। তারা হলো- একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুরের মো. রহিম, মো. রহমত উল্যাহ, বাদল, দেলোয়ার। আর পলাতক রয়েছ- আবুল কালাম, ইসরাফিল হোসেন সাজু, শামছুদ্দিন সুমন, আবদুর রব আরিফ। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
রাতে আঁধারে ঘরে ঢুকে তারা ওই নারী ও তার স্বামীকে নির্যাতন করে। দেলোয়ার বাহিনীর সন্ত্রাসীরা এই অত্যাচার করেছে উল্লেখ করে, এর উপযুক্ত বিচার দাবি করেছে স্বজনরা।
ঘটনার ৩২দিন পর, গতকাল গৃহবধূ নির্যাতনের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। ঘটনার পর, অভিযুক্তরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছু দিন অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে তার পুরো পরিবারকে বসত-বাড়ি ছাড়তে বাধ্য করে। ফলে, পুরো ঘটনা দীর্ঘদিন এলাকাবাসী ও পুলিশের অগোচরে ছিল।