এমপি’র মদদে দেলোয়ারের উত্থান-অভিযোগ এলাকাবাসীর
- আপডেট সময় : ০৭:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় রেবের হাতে গ্রেফতার হওয়া দেলোয়ার এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় এমপির মদদে সিএনজি চালক থেকে দেলোয়ার বনে যায় দেলোয়ার বাহিনীর প্রধান। ভবিষ্যতে এমন ঘটনা রোধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ জনগণ। এদিকে ঘটনাস্থল পরদর্শন করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
এই ঘটনার অন্যতম মদত দাতা একমসয়ের সিএনজি চালক থেকে বনে যাওয়া এলাকার চিহ্নিত সন্ত্রাস দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার র্যাবের হাতে গ্রেফতারের পর তার সব অপকর্মের খবর একে একে বেরিয় আসছে।
সরজমিনে বেগমগঞ্জের একলাসপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খালপাড় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, বেগমগঞ্জ উপজেলায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জমিদখল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো দেলোয়ার । তার বাহিনীর শেল্টারদাতা হিসেবে স্থানীয় এমপির মদত রয়েছে বলে আভিযোগ করেন স্থানীয়রা। ভূক্তভোগীরা প্রশাসনের কাছে দেলোয়ার বাহিনীর বিরুদ্ধে মামলা করতে গেলে তা এমপির তদবিরে থেমে যেত। উল্টো তাদের উপর নেমে আসতো নির্যাতনের খড়গ।
এ বিষয়ে দেলোয়ারের পরিবারের কাছে জানতে চাওয়া হলে, তার পবিবার জানায় গত দুইমাস ধরে সবকিছু ছেড়ে দিয়ে অন্যের জমি দখল করে মাছের চাষ শুরু করে দেলোয়ার।
বিক্ষুব্ধ স্থানীয়দের অভিযোগ শুধু দেলোয়ার বাহিনীই নয় নোয়াখালীর বেগমগঞ্জে প্রভাশালীদের শেল্টারে অসংখ্য সন্ত্রাসী ছরিয়ে আছে । তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। পাশাপশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে দায়িদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
এদিকে ঘটনাস্থল পরদর্শন করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন জানান আইনের শাসন প্রতিষ্ঠায় এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার হবে।
এঘটনায় ইউপি সদস্য সোহাগকে আটক করা হয়েছে । তিনি ঘটনাটি আগেই জানতেন। প্রাকাশ না করে ধামাচাপা দেয়ার চেষ্টা করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিআইজি।