ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র রোহিঙ্গাদের দুই গ্রুপের আলাদা সংঘর্ষে গতরাতে নিহত চারজন
- আপডেট সময় : ১২:১৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র রোহিঙ্গাদের দুই গ্রুপের আলাদা সংঘর্ষে গতরাতে নিহত হয়েছে চারজন। এ নিয়ে গত তিনদিনে ৭ জন নিহতের ঘটনায় ক্যাম্পজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এসব ঘটনায় গুলিবিদ্ধ আনসার সদস্য কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে গেলরাতে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে পুরনো এবং নতুন রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষে শীর্ষ সন্ত্রাসী মুন্নার দুই ভাইসহ তার বাহিনীর চার সদস্য নিহত হয়। এ নিয়ে ক্যাম্পের বর্তমান পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। যদিও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শী জানায়, কুতুপালং ক্যাম্পে নতুন এবং পুরনো রোহিঙ্গাদের মধ্যে কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা চলছে। এরই ধারাবাহিকতায় গত ৪ ও ৫ অক্টোবর ৩ রোহিঙ্গা নিহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ৯ রোহিঙ্গা ডাকাতকে আটক করে আইন-শৃংখলা বাহিনী। এরপর সন্ধ্যায় কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে রোহিঙ্গারা। এতে একজনকে গলাকেটে অপর ৩ জনকে গুলি করে হত্যা করা হয়।