আগামী বছরের প্রথমেই কালুরঘাট সেতুর কাজ শুরু হবে : রেলমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আগামী বছরের প্রথমেই কালুরঘাট সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আগামী দু’এক মাসের মধ্যে একনেকে এই সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন পাওয়া যাবে বলে জানান রেলমন্ত্রী। সকালে চট্টগ্রামের কালুরঘাটে সেতু নির্মাণের স্থান পরিদর্শনশেষে তিনি একথা বলেন। এসময় তিনি আরো জানান, একটি সেতুতেই রেলসহ সব যানবাহন পারাপার হবে। ইতিমধ্যে সেতুর ডিজাইনসহ যাবতীয় কাজ শেষ হয়েছে। প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে আগামী বছরের প্রথমার্ধেই।