মায়ামিতে নির্ধারিত নির্বাচনী বিতর্ক আয়োজন করা উচিত হবে না : জো বাইডেন
- আপডেট সময় : ০৮:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মায়ামিতে আগামী সপ্তাহের নির্ধারিত নির্বাচনী বিতর্ক আয়োজন করা উচিত হবে না বলে মনে করেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনামুক্ত না হলে এই আয়োজনের সাফল্য নিয়ে এ কথা বলেন তিনি।
মঙ্গলবার ট্রাম্প এবং হোয়াইট হাউজের কর্মকর্তারা করোনা আক্রান্ত হওয়ায় বাইডেন উদ্বেগ প্রকাশ করেন। আগামী ১৫ই অক্টোবর ট্রাম্প-বাইডেন দ্বিতীয় নির্বাচনি বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদি বিতর্ক হয়, তবে স্বাস্থ্যবিধি মেনে যাতে করা হয় তার ওপরই জোর দেন বাইডেন। মঙ্গলবার, হোয়াইট হাউজের উর্ধ্বতন নীতিমালা বিষয়ক উপদেষ্টা স্টিফেন মিলারের করোনা শনাক্ত হয়েছে। এদিকে, হাসপাতাল থেকে ফিরে হোয়াইট হাউজেই এখন করোনার চিকিৎসা নিচ্ছেন ট্রাম্প। মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজের চিকিৎসক ডা. শন কনলি জানান, ট্রাম্পের শারীরিক অবস্থা এখন খুবই ভাল এবং তার মধ্যে করোনার লক্ষণ নেই। এদিকে, করোনাভাইরাস সাধারণ ফ্লু’র চেয়ে কম প্রাণঘাতী দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া পোস্ট সরিয়ে নিয়েছে ফেসবুক এবং টুইটার কর্তৃপক্ষ। তার পোস্টে ভুল এবং ক্ষতিকর তথ্য দেয়া হয়েছে দাবি করে তা সরিয়ে নিয়েছে প্রতিষ্ঠান দুটি।