করোনা ভ্যাকসিন কিনতে বাংলাদেশের টাকার কোনো অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনা ভ্যাকসিন কিনতে বাংলাদেশের টাকার কোনো অভাব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এর জন্য বাজেটেও যথেষ্ট অর্থ বরাদ্দ রাখা হয়েছে। দুপুরে ঢাকার একটি হোটেলে ‘হেলথ মিনিস্টারস ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৯’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্বের টিকা তৈরিকারী সব প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, যে টিকা সবার আগে পাওয়া যাবে এবং কার্যকর হবে– বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদিত সেই টিকাই কেনা হবে।
হেলথ মিনিস্টারস ন্যাশনাল অ্যাওয়ার্ড -২০১৯’ বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন । এতে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থা করোনার ভ্যাকসিনের জন্য অর্থ দেবে। তাই ভ্যাকসিন কিনতে অর্থের কোনো অভাব হবে না।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বিশ্বের টিকা তৈরিকারী সব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে টিকা সবার আগে পাওয়া যাবে, যে টিকাটি বাংলাদেশের জন্য সবচেয়ে উপকারী হবে।
শীতে অন্য দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব বাড়তে পারে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় ডাক্তার নার্সদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে।
দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা থেকে আগত চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালকে নিজের বাড়ি মনে করতে হবে। আর রোগীদের নিজের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন মনে করে চিকিৎসা সেবা দিতে হবে।