কারো দয়ায় নয়, জনগণের সমর্থনেই সরকার টিকে আছে
- আপডেট সময় : ০৮:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
কারো দয়ায় নয়, জনগণের সমর্থনেই সরকার টিকে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধ সংগঠিত হওয়ার সাথে সাথেই সরকার ব্যবস্থা নিচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনছে। বিকেল সরকারি বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগের জবাবে একথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের অভিযোগ করেন, ধর্ষণের বিচার চাইতে গিয়ে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিয়ে বিএনপি ধর্ষক এবং ঘৃন্য অপরাধীদের বাঁচানোর অপপ্রয়াস চালাচ্ছে।
সমসাময়িক বিষয় নিয়ে সরকারি বাসভবনে ব্রিফিং করেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সরকার কারো দয়ায় নয়, জনগণের সমর্থনে রয়েছে। তিনি বলেন, সরকার অপরাধীদের আশ্রয়- প্রশ্রয়তো দিচ্ছে না বরং শাস্তির বিধান আরো কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে।
ধর্ষণের বিচার চাইতে গিয়ে বিএনপি’র সরকার পতন আন্দোলন অপরাধীদের বাঁচানোর অপপ্রয়াস বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্র,খুন আর সন্ত্রাস বিএনপির রাজনৈতিক সংস্কৃতি। কারণ তাদের ক্ষমতার উৎস জনগণ নয়,তাদের উৎস অন্ধকারের চোরাগলি।