মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দলিলউদ্দিন মুন্সীর বাজার এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় সিকান্দার ঢালী নামে একজন নিহত হয়েছে।
গেলরাতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিকান্দার একই ইউনিয়নের মজিদ ফকিরেরকান্দি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, রাতে মুন্সীর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হবার সময় কাঁঠালবাড়ী ঘাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।