ফেনীতে যাত্রীবাহী বাসের সাথে চট্টগ্রামগামী একটি ট্রেনের সংঘর্ষে ৩ জন নিহত
- আপডেট সময় : ০১:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ফেনীতে যাত্রীবাহী বাসের সাথে চট্টগ্রামগামী একটি ট্রেনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ১৩ জন বাস যাত্রী।গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছে।
ফেনী রেলওয়ে ষ্টেশন ইনচার্জ মাহাবুব রহমান ও জিআরপি পুলিশ জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেস মেইল ট্রেনটি মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিং এলাকায় পৌঁছালে একইসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী এন আর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের স্লিপারের উপর উঠে যায়। একপর্যায় চলন্ত ট্রেনের ধাক্কায় বাসটি ধুমড়ে মুচড়ে একপাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থল থেকে দু’জন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন বাস যাত্রীর মৃত্যু হয়
এদিকে, গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সজল রায় নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। সকালে গোপালগঞ্জ-রাজশাহী ট্রেন লাইনের গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার এসআই মো: শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।