বিএনপির আন্দোলনে জনগণের কোন আস্থা নেই : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৬:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
বিএনপির আন্দোলনে জনগণের কোন আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোন প্রকার বাধা দিবে না বলেও জানান ওবায়দুল কাদের। এছাড়া নারী নির্যাতনসহ যে কোন অপরাধে সরকারের কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণের সম্পৃক্ততা ছাড়া কোন আন্দোলনই সফল হতে পারে না।
আন্দোলনের নামে সহিংসতা করলে প্রতিহত করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, নারী নির্যাতনসহ যে কোন অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর।
এছাড়া অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে এসে বিআরটিসিকে জনগনের সেবায় নিযুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।