ফেনী, গোপালগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহে ৪ জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৮:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ফেনী, গোপালগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহে বিভিন্ন ঘটনায় নিহত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের দুইদিন পর ম্যানহোল থেকে ইউনুস বাবু নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ফেনী পুলিশ। গেলোরাতে শহরের পাঠানবাড়ীর তাসপিয়া ভবনের ম্যানহোল থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। সে গত দুইদিন ধরে নিখোঁজ ছিল।
গোপালগঞ্জের মুকসুদপুরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, দুপুরে পদ্মকান্দা গ্রামের জলাশয়ে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
সকালে নেত্রকোনার বারহাট্টা-ধর্মপাশা সড়কের নোয়াগাঁও এলাকা থেকে অজ্ঞানামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের তিনদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে স্কুল ছাত্র পারভেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, ময়মনসিংহের ভালুকায় রব্বানী নামে ষষ্ঠ শ্রেণীর আরো এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রব্বানী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার যোগানীয়া ইউনিয়নের কাপাসিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।