দেয়াল ধসে ভারতের হায়দরাবাদে এক শিশুসহ ৯ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দেয়াল ধসে ভারতের হায়দরাবাদে এক শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে মঙ্গলবার রাতে শহরটির বান্ধলাগুডা এলাকার মোহাম্মদিয়া হিলসে এ ঘটনা ঘটে।
ধসে পড়া দেয়ালটি ১০টি বাড়ির ওপর পড়লে মর্মান্তিক ওই ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহগুলো ধ্বংসস্তূপের ভেতরে আটকে ছিল। শহরের কয়েকটি অংশে দ্বিতীয় দিনের মতো ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত আছে। এতে শহরের বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে। সড়ক ও বিমান যোগাযোগ বিঘ্নিত হচ্ছে এবং শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার রাত থেকে তেলেঙ্গানা রাজ্যে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজ্যের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানার অন্তত ১৪ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।