অং সান সুচিসহ সকল রাজবন্দির মুক্তি ও গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে যুক্তরাজ্য ও ইইউ’র প্রস্তাব গ্রহণ
- আপডেট সময় : ০১:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
মিয়ানমারে অং সান সুচিসহ সকল রাজবন্দির মুক্তি ও গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে যুক্তরাজ্য ও ইইউ’র প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল।
এমন এক সময় জাতিসংঘ এই ইস্যুতে সরব হলো–যখন জান্তা শাসনের বিরুদ্ধে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে সপ্তমদিনের মতো গণবিক্ষোভ অব্যাহত রয়েছে। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে বিশেষ অধিবেশনে মিয়ানমারে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ও নির্বিচারে আটক সব বন্দির মুক্তির দাবি জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ…এইচআরডব্লিউ। অধিবেশনে জাতিসংঘের উপ-মানবাধিকার প্রধান নাদা আল-নাসিফ বলেন, শান্তিপূর্ণ জমায়েত বন্ধ রাখতে ও বাকস্বাধীনতা হরণে কঠোর নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারেরও নিন্দা জানিয়েছেন তিনি। তবে জরুরি অধিবেশনকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন দেশটির মিত্র দেশ রাশিয়া ও চীন।