অংশগ্রহণমূলক ছাড়া কোনো নির্বাচনই সংবিধানে গ্রহণযোগ্য হবে না : ফখরুল
- আপডেট সময় : ০৮:১৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার মামলার রায় দিয়ে বিরোধী নেতাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ইকবাল হাসান মাহমুদ টুকুর সাজা বহাল এবং তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলায় সাজা বিষয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বর্তমানে বিচারের নামে প্রহসন চলছে বলে দাবি করেন বিএনপির আইনজীবীরা।
বিএনপি মহাসচিব বলেন, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে বেআইনিভাবে ব্যবহার করেছে। এর আগে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধনকালে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের অধীনে কখনও নির্বাচন অবাধ-সুষ্ঠু হতে পারে না। তাই সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় থাকলে, দেশের মানুষ মতপ্রকাশ করতে পারবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।