অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে রিট আবেদন
- আপডেট সময় : ০১:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি এবং আহতদের ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে রিট আবেদন দাখিল করেছে চারটি সংগঠন। আজ রিটের ওপর শুনানি হতে পারে।
এই রিট দাখিল করেছে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি । হাইকোর্টে শুনানির জন্য শনিবার রাতে ই-মেইলে আবেদনটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। রিটে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১ কোটি টাকা করে এবং আহত শ্রমিকদের ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না—এ বিষয়ে রুল জারির কথা বলা হয়েছে। রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় ওই অগ্নিকাণ্ডে ৫২ জন মারা গেছেন ও ২৫ জন শ্রমিক আহত হন। আপাতত নিহত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ এবং আহতদের ৫ লাখ টাকা করে দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে।