অজ্ঞান পার্টির খাবার খেয়ে সাতক্ষীরায় এক শিক্ষকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
অজ্ঞান পার্টির মেশানো খাদ্যে বিষক্রিয়ায় সাতক্ষীরায় আশুতোষ সাধু নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
গেলো রাতে সদর উপজেলার বাবুলিয়ার শ্রীপুরে এঘটনাটি ঘটে। ওই শিক্ষক সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিষন্নপদ সাধুর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরের জিনিসপত্র লুটপাট করার লক্ষ্যে গেলো রোববার রাতে অজ্ঞানপার্টির সদস্যরা শিক্ষক আশুতোষ সাধুর বাড়িতে গিয়ে খাদ্যের পাত্রে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে দেয়। ওই খাদ্য খেয়ে রাত ৯টার দিকে আশুতোস সাধু ও তার স্ত্রী ঝর্না সাধু এবং তার মেয়ে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষন পর তারা অসুস্থ্য হয়ে পড়ে। রাতেই তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আশুতোষের অবস্থার অবনতি হলে সোমবার তাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ২টার দিকে তার মৃত্যু হয়।