অটো পাশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া
- আপডেট সময় : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনোর কারণে দীর্ঘদিন ঝুলে থাকার পর, এইচএসসি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের গড় ধরে এইচএসসি’র মান ঠিক করা হবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। অনেকে মনে করেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের এই সিদ্ধান্ত সঠিক। আবার কেউ কেউ বলছে, এতে প্রকৃত মেধা যাচাই বাধাগ্রস্থ হবে।
এবার এইচএসসি পরীক্ষা হচ্ছে না। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মান ঠিক করা হবে। এতে দিনাজপুরে সন্তোষ প্রকাশ করেছে কোনো কোনো শিক্ষার্থী ও অভিভাবক।সরকারের এই সিদ্ধান্তের ফলে ভালো শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবে।এতে মেধা যাচাই উপেক্ষিত হয়েছে।যা ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করে, অনেকে।কোনো কোনো রাজনীতিবিদ মনে করেন, সরকার ভিন্ন কৌশলে পরীক্ষা নিতে পারতো। সেক্ষেত্রে কোনো বিতর্ক তৈরী হতো না।
মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে চট্টগ্রামের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝেও। শিক্ষার্থীদের ঝুঁকিতে না ফেলে পরীক্ষা বাতিলের ঘোষণায় অনেকে খুশি হলেও ক্ষুব্ধও হয়েছেন কেউ কেউ।মূল্যায়নের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণায় একমত নন বরিশালের শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক ও সুশীল সমাজের নেতারা। এতে করে মেধাবীদের অবমূল্যায়ন হওয়ার আশংকা থাকবে।
পরীক্ষা না হওয়ায় কুমিল্লায়ও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। জেএসসি ও এসএসসিতে অনেকে খারাপ করলেও, এইচএসসি ঘিরে ভালো প্রস্তুতি নেয় অনেকে। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শংকিত তারা।এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বিগ্ন পরিস্থিতির অবসান ঘটায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যশোরের শিক্ষার্থী, অভিভাবক ও বোর্ড সংশ্লিষ্টরা। তারা বলেন, স্বাস্থ্য সুরক্ষায় এ সিদ্ধান্ত যুগপোযোগী।