অতি শক্তিশালী হয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বেরিল
- আপডেট সময় : ০২:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
অতি শক্তিশালী হয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বেরিল। ক্যারিবীয় অঞ্চলের বার্বাডোজ, গ্রেনাডাসহ বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানে অতি বিপজ্জনক ক্যাটাগরি ৪ মাত্রার এই ঘূর্ণিঝড়। গভীর নিম্নচাপ থেকে ক্রমেই শক্তিশালী রূপ নিয়ে ক্যারিবীয় দ্বীপ ক্যারিয়াকোতে আঘাত হানে এটি। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও শক্তি সঞ্চয় করতে থাকে বেরিল। অত্যন্ত বিপজ্জনক হয়ে আঘাত হানে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে। এতে প্রাণহানির ঘটনাও ঘটে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানায়, স্থানীয় সময় রাত ৮টা নাগাদ ঘূর্ণিঝড়টি দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে দ্রুত সরে যাওয়ার সময় আরও শক্তিশালী হয়ে ওঠে। বাতাসের বেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ মাইল। এর সঙ্গে জলোচ্ছ্বাস আর অতি বৃষ্টিতে তলিয়ে গেছে বেশকিছু উপকূলীয় এলাকা। ঘূর্ণিঝড়ের আঘাতে গ্রেনাডা ও বার্বাডোজ দ্বীপে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল, বাড়িঘর ও কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রেনাডার ৯৫ ভাগ এলাকা। বন্ধ হয়ে গেছে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাও। আবহাওয়াবিদদের মতে, বেরিল এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরে রেকর্ড করা প্রথম এবং জুন মাসে রেকর্ড করা একমাত্র ক্যাটাগরি-৪ মাত্রার ঘূর্ণিঝড়।