অতিমাত্রায় কৌশল করতে গিয়ে বিএনপি এখন আস্থাহীনতার ফাঁদে পড়েছে : কাদের
- আপডেট সময় : ০৮:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
সরকারের বিরুদ্ধে অতিমাত্রায় কৌশল করতে গিয়ে বিএনপি এখন আস্থাহীনতার ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউনিয়ন এবং পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। আর সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের অহেতুক হয়রানি না করার আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তৃণমূলে গণতন্ত্রের ভিত মজবুত করতে স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্বারোপ করে তিনি বলেন, গতকালের ইউনিয়ন এবং পৌরসভা নির্বাচনে জনগণের অংশগ্রহণ বেড়েছে তা ইতিবাচক।
দেশের গণতন্ত্র নিয়ে মহাসচিবসহ বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে বিকেলে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় তিনি বলেন, অহেতুক সাংবাদিককেই হয়রানি করা হবে না।
বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদসহ সাংবাদিক সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।