অতীতের মতো আগামী নির্বাচনেও জাতীয় পার্টি যেদিকে যাবে, রাজনীতি সেদিকে যাবে
- আপডেট সময় : ০৭:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
অতীতের মতো আগামী নির্বাচনেও জাতীয় পার্টি যেদিকে যাবে, রাজনীতি সেদিকে যাবে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে জানিয়ে তিনি বলেন, জনগণের প্রয়োজনে আগামীতে কর্মসূচি দিলে, তা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে। বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন জি এম কাদের।
জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে কাকরাইলের দলীয় কার্যালয়ের সামনের সড়কে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান জি এম কাদের বলেন, জাতীয় পার্টির নব জাগরণ হয়েছে। জনগণের প্রয়োজনে তাদের পাশে থাকার ঘোষণা দেন তিনি।
প্রধান বক্তা দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গাও আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে দলের প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়ায় অংশ নেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।