অত্যধিক স্মার্ট ফোন ব্যবহারের ফলে বাড়ছে চোখের শুষ্কতার সমস্যা
- আপডেট সময় : ০৭:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
করোনাকালে গৃহবন্দী থাকায় ভার্চুয়াল জগতের প্রতি মানুষের নির্ভরশীলতা বেড়েছে। অত্যধিক স্মার্ট ফোন, ট্যাব ও ল্যাপটপ ব্যবহারের ফলে শিশু থেকে শুরু করে সব শ্রেনী-পেশার মানুষের মাঝে দ্রুত বাড়ছে ড্রাই আইস বা চোখের শুষ্কতার সমস্যা। কমছে দূরের জিনিস দেখার সক্ষমতা। আশঙ্কাজনক এ তথ্য তুলে ধরে চক্ষু বিশেষজ্ঞরা জানান, মহামূল্যবান চোখের জন্য এই অজ্ঞতা এখন মানুষের জন্য বড় হয়ে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অনলাইন ক্লাসগুলো ফোনের বদলে ল্যাপটপ কিংবা স্মার্ট টিভির মাধ্যমে দূর থেকে শিশুদের কাছে উপস্থাপনের পাশাপাশি ইনডোর গেমসে উৎসাহী করে চোখের যত্নে সবাইকে সতর্ক হবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বাসায় হরেক রকমের খেলনা থাকার পরও ৬ বছরের ছোট্ট শিশু ইহামের মনযোগের কেন্দ্র বিন্দুতে শুধুই বাবার ল্যাপটপে। খুব কাছে থেকে একমনে ল্যাপটপে স্ক্রিনে থাকা চরিত্রগুলোর মাঝে হারিয়ে যায় ইহাম। ভার্চুয়াল জগতের প্রতি এই নির্ভরশীলতা কিভাবে শুরু হয় সেই উত্তর দেন শিশুটির মা।
করোনার কারণে ঘরে থেকেই অফিস করতে হচ্ছে অনেকেই। তাদেরই একজন মিরপুর ১১র বাসিন্দা উপমা। একটানা কম্পিউটারে কাজ করতে গিয়ে নিজের অভিজ্ঞতা জানান, বেসরকারি এই চাকুরীজীবী।
লকডাউনে গৃহস্থালি কাজের জন্য একটু অবসর খোঁজার চেষ্টায় কেউ আবার স্মার্টফোন দিয়ে ব্যস্ত রাখছেন তাদের ছোট্ট শিশুদের।
নবম শ্রেনীর ইফতি আর ৫ম শ্রেণীর ফাহিম। দুই শিশুর দূরন্ত কৌশর আজ করোনার কারণে গৃহবন্দী। ক্লাস ও বন্ধুদের সঙ্গে গেইমিং দুটোই চলে অনলাইনে। এতকিছুর মাঝে চোখের কি অবস্থা?
এ বিষয়ে জানতে যাওয়া হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে। সেখানে গিয়ে দেখা যায় এধরনের রোগীদের বেশীর ভাগই শিশু।
বাংলাদেশ আই হাসপাতালের এই সহযোগী অধ্যাপক জানান, গভীর মনযোগের কারণে আমরা চোখের পাতা কম ফেলি, তাই তৈরী হচ্ছে ড্রাই আইস সিন্ড্রম।
চোখের সুস্থতায় আমাদের করণীয় নিয়েও কথা বলেন তারা।পরীক্ষা শেষে চিকিৎসকদের দেয়া পরামর্শে উদ্বুদ্ধ হয় শিশুরাও।