অত্যন্ত ঝুকিঁপূর্ণ হয়ে পড়েছে লালমনিরহাট সদর বেইলি ব্রিজটি
- আপডেট সময় : ১২:১৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অত্যন্ত ঝুকিঁপূর্ণ হয়ে পড়েছে লালমনিরহাট সদর উপজেলার বেইলি ব্রিজটি। যেকোন সময়ে ভেঙে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বন্ধ হয়ে যেতে পারে আশপাশের জেলাগুলোর সাথে লালমনিরহাটের সড়ক যোগাযোগ ব্যবস্থা। এদিকে, ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করায় কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা ধরলা সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছে ৪ উপজেলার মানুষ।
লালমনিরহাট ও কুড়িগ্রামের ৪ উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে লালমনিরহাট সদরের কুলাঘাটে ধরলা নদীর উপর নির্মাণ করা হয় শেখ হাসিনা ধরলা সেতু। গেল বছরের ৩০ জুন উদ্বোধনের মধ্য দিয়ে লাঘব হয় ২ জেলাবাসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ। কিন্তু মাস খানেকের মধ্যে, রত্নাই নদীর উপর ১৯৮৫ সালে নির্মিত বেইলি ব্রিজ সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয় লালমনিরহাট সড়ক বিভাগ। এতে শেখ হাসিনা ধরলা সেতু অকার্যকর হয়ে পরেছে বলে মনে করছেন স্থানীয়রা।
সড়ক বিভাগের কাছে বারবার অনুরোধ করা হলেও কোনও পদক্ষেপ না নেয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের।
এদিকে, বেইলি ব্রিজটি পুনর্নির্মাণে সুনির্দিষ্ট তথ্য দিতে না পারলেও, ব্রিজ প্রতিস্থাপন প্রকল্পের আওতায় নেয়া হবে বলে আশ্বাস দিলেন সড়ক বিভাগের এই প্রকৌশলী।
বেইলি ব্রিজটি দ্রুত নির্মাণ করে দুই জেলার যোগাযোগের বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ এমনটাই দাবি স্থানীয়দের।