অধিনায়ক হিসেবে মোহাম্মদ নবির নাম ঘোষণা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
অবশেষে অধিনায়ক হিসেবে অভিজ্ঞ মোহাম্মদ নবির নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে আগের ঘোষিত দলে বেশ কয়েকটি পরিবর্তনও এনেছে এসিবি।
১৫ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শারফুদ্দিন আশরাফ, দৌলত জাদরান, শাপুর জাদরান, কায়েস আহমেদ ও আফসার জাজাই। সুযোগ পেয়েছেন ফরিদ আহমেদ, সামিউল্লাহ শিনওয়ারি ও ফজলহক ফারুকি। আগের ঘোষিত আফগান স্কোয়াডে ছিলেন শারফুদ্দিন আশরাফ আর দৌলত জাদরান। এখন তাদের রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে। রিজার্ভ খেলোয়াড় হিসেবে জায়গা হয়নি শাপুর জাদরান আর কায়েস আহমেদের। টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ রাউন্ডে খেলবে আফগানিস্তান। সুপার টুয়েলভে গ্রুপ ২-এ আছে আফগানরা।