শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষামন্ত্রীর নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বৈশ্বিক মহামারিকালে অনলাইনে চলমান শিক্ষা কার্যক্রমকে আরো যুগোপযোগী করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।
দুপুরে ঢাকায় বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস- বিইউপি’র শিক্ষাবান্ধব সফটওয়্যার উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন। শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা বাস্তবায়নে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আরো সক্রিয় ভুমিকা রাখতে হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের বাংলা ও ইংরেজী ভাষার উপর জোর দেয়ার পাশাপাশি মানবিকতা ও মুল্যবোধের দিকে জ্ঞান দিতেও শিক্ষকদের নজর দিতে হবে। এছাড়াও শিক্ষার পরিবেশ রক্ষাসহ দারিদ্র্য যেন উচ্চ শিক্ষায় বাধা না হয়, সেদিকে সরকার ভূমিকা রাখছে বলেও জানান শিক্ষামন্ত্রী দিপু মণি।