অনাবৃষ্টিতে প্রভাব পড়েছে যশোরের পাট চাষে
- আপডেট সময় : ০১:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
অনাবৃষ্টিতে প্রভাব পড়েছে যশোরের পাট চাষে। লোকসান কাটিয়ে ওঠার আশায় এ বছরও সেচ দিয়ে জেলাজুড়ে পাটের আবাদ করেছেন কৃষকরা। এখন সমস্যা পাটের জাগ নিয়ে। চলতি মৌসুমেও পাটে লাভ হবে না বলে আশংকা তাদের। ধারাবাহিক লোকসানে পাট আবাদ ছেড়ে দিয়ে অন্য ফসলের দিকে ঝুঁকছেন তারা।
জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এ বছর যশোরে ২৫ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে পাটকাটা। জেলাজুড়ে বর্ষার পানির অভাবে পাট জাগ দেয়া যাচ্ছে না। বৃষ্টির অভাবে যেমন ফলন ভালো হয়নি, তেমনি পাট জাগ দেয়ার উপযুক্ত পরিবেশ না পাওয়ায় ক্ষতিগ্রস্ত চাষীরা।
পাটচাষীরা বলছেন, বাধ্য হয়ে পাট কেটে বৃষ্টির আশায় ফেলে রাখা হয়েছে। বর্ষার পানি না বাড়লে কাঁচা পাট নষ্ট করা ছাড়া কোন পথ নেই। পাটের পরিবর্তে অন্য ফসল আবাদের দিকে ঝুঁকছেন এ অঞ্চলের কৃষক।
উদ্বিগ্ন না হয়ে, জেলার ডোবা-নালা পুকুর কাজে লাগানোর পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।
যশোরের মনিরামপুর, বাঘারপাড়া, চৌগাছা ও সদর উপজেলায় পাটের আবাদ হয়ে থাকে সবচে’ বেশি।