অনির্বাচিত সরকার প্রধানকে তুচ্ছভাবে অভ্যর্থনায় সম্মানহানি হয় না : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০১:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
অনির্বাচিত সরকার প্রধানকে ভারত সরকার যত তুচ্ছতার সাথেই অভ্যর্থনা দিক, তাতে তাদের সম্মানহানি হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার নির্বাচিত নয় বলেই ভারত তাদের গুরুত্ব দেয় না বলে অভিযোগ করেন তিনি। সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় তিনি একথা বলেন।
নবগঠিত স্বেচ্ছাসেবক দলের নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা- সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
এসময় তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে জানতে চাইলে ফখরুল বলেন, অনির্বাচিত বলেই সরকার প্রধানকে ভারত সরকার তুচ্ছতার সাথে অভ্যর্থনা দিয়েছে। তবে লজ্জা নেই বলেই এতে তারা অসম্মানিত বোধ করে না। জনসমর্থনহীন বলেই সরকারের পক্ষ থেকেও বিষয়টি আমলে নেয়া হচ্ছে না।
ফখরুল আরো বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে শুধু তাদের দিয়েই চলেছেন, কিন্তু কিছুই আনতে পারছেন না। সরকার নির্বাচিত নয় বলেই জনগণের স্বার্থে ভারতের কাছ থেকে কিছু আদায় করতে পারছে না। ভারতও তাদের গুরুত্ব দিচ্ছে না।