অনিয়ম ও কারচুপির অভিযোগে বিভিন্ন জায়গায় বিএনপি’র ভোট বর্জন
- আপডেট সময় : ০৬:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে নাটোর, ময়মনসিংহে ভালুকা কিশোরগঞ্জ ও সাতক্ষীরায় বিএনপি প্রার্থীরা ভোট বর্জন করেছেন। ঝিনাইদহের হরিনাকুণ্ডে আওয়ামী লীগ ও বিএনপির সহিংসতার ঘটনায় আহত হয়েছে ৩০ জন।
নাটোরের সিংড়ার পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী তাইজুল ইসলাম। ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া, প্রকাশ্যে সিল মারা, প্রশাসনের অসহযোগিতার অভিযোগ এনে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
মুন্সিগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে দুই মহিলা কাউন্সিলরের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২০ মিনিট বন্ধ ছিল ইদ্রাকপুর ১নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ বন্ধ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে বেসরকারী দুটি টেলিভিশনের ক্যামেরাপার্সন আহত হয়। ব্যালট ছিনতাইয়ের অভিযোগে তিন চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। এদিকে, ভালুকা পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ এনে বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব হাতেম খানে ভোট বর্জন করেন।
জাল ভোট দেয়া নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়। পৌরসভার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সংঘর্ষে আহত হয়েছেন নারীসহ ১৫ জন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।
মাদারীপুরের কালকিনি ও ফেনী পৌরসভা নির্বাচনে সহিংসতার খবর পাওয়া গেছে। ১৪ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত প্রার্থীসহ দুই কাউন্সিলরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রের পাশে একাধিক ককটেল বিস্ফোরিত হয় । সকালের এই সংঘর্ষে আহত হন দুজন।
ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার জোড়া পুকুরিয়া ভোট কেন্দ্রে নৌকা প্রার্থীর এজেন্টকে কুপিয়ে জখমসহ ৩ জন আহত হয়েছে।
ভোট বর্জন করেছেন অনিয়মের অভিযোগে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার বিএনপি প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন। কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় ভোটের সময় এজেন্ট বের করে দেয়াসহ বিভিন্ন অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি প্রার্থী তোফাজ্জল হোসেন খান দিলীপ।
এদিকে, ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে দুই এজেন্টকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।