অনিয়ম ও দুর্বলতাই আর্থিক খাতের খলনায়ক : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৮:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে ধস নেমেছে। আর্থিক খাতের অনিয়ম ও দুর্বলতাকে এর খলনায়ক বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারকে দায়িত্ব নিয়ে জনগনের পাশে দাঁড়াবার আহ্বান জানান তিনি। আইএমএফকে সাক্ষী গোপাল মেনে জ্বালানির মূল্যবৃদ্ধি দেশের জন্য অসম্মানজনক বলেও মন্তব্য করেন দেবপ্রিয়। অনলাইন সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
বর্ষাকালের আকাশে মেঘ না থাকলেও, দেশের অর্থনীতির ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা বলে হুঁশিয়ারি দিচ্ছেন অর্থনীতিবিদরা। দেশ থেকে বিপুল পরিমানে অর্থ পাচার, ডলারের উচ্চমূল্য, রিজার্ভ সংকট ও রেমিটেন্স প্রবাহ কমায় সর্বাঙ্গে ব্যথা নিয়ে আর্থিক খাত ধুকছে। এমন পরিস্থিতিতে ৫১ শতাংশের বেশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে জনজীবনে।
চলমান আর্থিক সংকট মোকাবিলায় একটি নীতি সমঝোতার খসড়া তুলে ধরতে গণ মাধ্যমকর্মীদের সঙ্গে অনলাইনে যুক্ত হন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
শুরুতেই বলেন, অর্থনীতিতে ধস দেখা দিয়েছে। নেপথ্যে রয়েছে আর্থিক খাতের দুর্বলতা।
এরকম সময়ে জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে আইএমএফকে স্বাক্ষী গোপাল করা গ্রহণযোগ্য হবে না বলেও মনে করেন ড. দেবপ্রিয়।
সংকট কাটাতে কৃষিজাত পন্যের উৎপাদন বৃদ্ধিতে মনোযোগী এবং আর্থিক খাতের সংস্কারে রাজনৈতিক ঐক্য প্রয়োজন বলে মত দেন তিনি।
দেশের চলমান আর্থিক সংকট ২০২৪ সালের আগে কাটবে না বলেও মনে করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।