অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না :প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না বলে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কে কোন দলের, সেটা বিবেচনা না করে দুর্নীতি ও অনিয়মে জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে। সংসদে, বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বন্ধ পাটকলগুলোর শ্রমিকদের পাওনা পরিশোধ করার পাশাপাশি পাটকলগুলোকে আধুনিকায়ন করা হবে।
শেষ হলো দেশের ইতিহাসের সবচাইতে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন। করোনা মহামারীর কারণে, বৃহস্পতিবার মাত্র নয় কার্যদিবসের এ অধিবেশনে চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা হয়েছে মাত্র দুই দিন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে যথারীতি সমাপনী ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, দলীয় বা ব্যক্তি পরিচয় বিবেচনা না করেই সরকার অনিয়ম ও দুর্নীতির হোতাদের শাস্তির ব্যবস্থা করছে এবং দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
করোনাকালে স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী অবৈধ শাসকেরা ক্ষমতা কুক্ষিগত করতে মানুষকে দুর্নীতি শিখিয়েছে।
শেখ হাসিনা বলেন, পুরোনও পাটকলগুলোকে আধুনিয়ায়ন করে এ খাতকে লাভজনক করাই সরকারের লক্ষ্য। শ্রমিকদের প্রশিক্ষন ও পাওনা পরিশোধ করা হবে।
করোনা ও বন্যার মত দুর্যোগ মোকাবিলায় সরকার ও তার দল আওয়ামী লীগের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সরকার প্রধান। আতংকিত না হয়ে করোনা মোকাবিলায় মনের সাহস রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরের বাজেট বাস্তবায়ন করেই উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখবে বাংলাদেশ।