অনিয়মের অভিযোগে গাইবান্ধা উপ-নির্বাচনে ৫১ কেন্দ্রের ভোট স্থগিত
- আপডেট সময় : ০১:৩৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
এদিকে গাইবান্দা -৫ শুন্য আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগে এখন পর্যন্ত ৫০টি কেন্দ্রের ভোট বাতিল করেছে প্রধান নির্বাচন কমিশন। আওয়ামী লীগ ছাড়া সব প্রার্থীই ভোট বর্জন করেছেন ইতোমধ্যেই।
সকাল থেকে সিইসি এবং ৪ কমিশনার উপস্থিত থেকে উপনির্বাচনে ক্লোজ সার্কিট ক্যামেরা মনিটরিং করে অনিয়মের কারণে এসব কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, এ নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এভাবে চলতে থাকলে পুরো নির্বাচন বাতিল হতে পারে।
সিসি ক্যামেরা পর্যবেক্ষকে দেখা যায় প্রত্যেক কেন্দ্রে সব বুথে অনিয়ম হচ্ছে। বুথ গুলোতে একসাথে দু। তিনজন ভোটার প্রবেশ করে এক জনের ভোট অন্য জন দেয়ার প্রমাণ পাওয়া গেছে। কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, কমিশন যদি মনে করি নির্বাচন সঠিকভাবে হচ্ছে না, তাহলে কমিশন নির্বাচন বন্ধ করতে পারে। সেই আলোকেই সিদ্ধান্ত নেয়া হচ্ছে।