অনুদান নয়, প্রতিশ্রুত অর্থ বরাদ্দ দ্রুত ছাড় করুন : এলডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
অনুদান নয়, উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতিশ্রুত অর্থ বরাদ্দ দ্রুত ছাড় করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের দোহায় ৫ম এলডিসি সম্মেলনের উদ্বোধনী ভাষণে, এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বক্তব্যে, রোহিঙ্গা পুনর্বাসন ও প্রত্যাবার্সনের বিষয়ে বিশ্ব নেতাদের অঙ্গীকারে কথাও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোকে বর্ধিত সময়ের জন্য আর্থিক প্রনোদনা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান তিনি।
কাতারের রাজধানী দোহার ন্যাশনাল কনভেনশন সেন্টারে ৫ম এলডিসি সম্মেলনের উদ্বোধনী দিন। জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন স্বল্পোন্নত দেশগুলোর প্রতিনিধিরা।
উদ্বোধনী ভাষণে উন্নয়নশীল দেশের জন্য প্রতিশ্রুত অর্থ বরাদ্দ ছাড়ের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোহিঙ্গা সংকট উত্তোরণে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তোরণ করবে জানিয়ে, বর্ধিত সময়ের জন্য আর্থিক সহায়তার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
এদিন ন্যাশনাল কনভেনশন সেন্টারে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দ্বিপাক্ষিক বানিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা করেন তারা।