অনুমতি ছাড়া প্রসাধনী তৈরি ও বাজারজাতের অভিযোগে রেবের অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
অনুমতি ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী তৈরি ও বাজারজাতের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়েছে রেব-১২।
সকালে এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান। তিনি জানান, এই প্রতিষ্ঠান দুটির লাইসেন্স নেই। বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামী দামি ব্যান্ডের প্রসাধনী তৈরী ও বাজারজাত করে আসছে। এছাড়াও বিভিন্ন স্বনামধন্য ব্যান্ডের প্রসাধনীর সাথে কেমিক্যাল মিশিয়ে তাদের নিজস্ব নামে বাজারজাতের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। প্রতিষ্ঠান দুটির মালিক অভিযোগ মেনে নেয়ায় ভোক্তা অধিকার আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে রাণী ক্যামিকেলসকে। অন্যদিকে শিউলি ওয়ার্কসের মালিককে গুনতে হয়েছে ১ লাখ টাকা জরিমানা। পরে উদ্ধার করা নকল প্রসাধনী নষ্ট করে ফেলা হয়।