অনুমোদনের সাত মাস পার হলেও অগ্রগতি নেই সুন্দরবন সুরক্ষা প্রকল্পের
- আপডেট সময় : ০১:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদনের সাত মাস পার হলেও অগ্রগতি নেই—সুন্দরবন সুরক্ষা প্রকল্পের। এখন পর্যন্ত পরিচালক নিয়োগ প্রকল্পের ফাইল চালাচালিতেই সীমাবদ্ধ। এতে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এ বছরই প্রকল্পের কাজ শুরু হবে বলছেন,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী।
পাঁচ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি– একনেকের সভায় সুন্দরবন সুরক্ষা প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ব্যয় ধরা হয়েছে ১৫৭ কোটি ৮৭ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ ২০২৪ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিবেশ সুরক্ষা, প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতা বৃদ্ধিসহ নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে এ প্রকল্পে।কিন্তু বাস্তবায়নে ধীরগতি দেখে হতাশ সংশ্লিষ্টরা।
প্রকল্প পরিচালক নিয়োগের পরই কাজ শুরু হবে বলে জানিয়েছে বন বিভাগ। অতীতেও দীর্ঘসূত্রিতার কবলে পড়েছে এরকম প্রকল্প। শেষ মুহূর্তে তড়িঘড়ি করে কাজ করায় মান নিয়ে সংশয় থেকে যায় বলে মনে করে পরিবেশ আন্দোলন।
তবে, পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বলছেন, এ বছরই কাজ শুরু হবে। বিপন্ন সুন্দরবন বাঁচাতে পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত প্রকল্প বাস্তবায়ন চান সংশ্লিষ্টরা।