অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এবার স্বাগতিক ভারতকে ২-১ গোলে হারালো বাংলাদেশের যুবারা
- আপডেট সময় : ০৯:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এবার স্বাগতিক ভারতকে ২-১ গোলে হারালো বাংলাদেশের যুবারা। এই টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেলো তারা।
ভুবেনশ্বরের কালিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্নক ছিল দু’দল। গুটি কয়েক আক্রমন করেও ফিনিশিং ব্যর্থতায় বার বার গোল বঞ্চিত হয় বাংলাদেশ। ম্যাচের ২৯ মিনিটে লিড নেয় তানভীর হোসেনের দল। গোল করেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা। মিনিট ছয়ের মধ্যে গুরকিরাত সিংয়ের গোলে ম্যাচে ফিরে ভারত। আবারও গোল করে নোভা। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দু’দল। বিরতির পর ম্যাচ ফেরার চেস্টায় মরিয়া ছিল ভারত। কিন্তু ফিনিশং ব্যর্থতায় গোলের দেখা পায়নি স্বাগতিকরা। পরে, ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পল স্মলির শিষ্যরা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। এই জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলো লাল-সবুজের দল।