অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৩:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১৮১২ বার পড়া হয়েছে
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এই আশ্বাস দিয়েছে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদল। এর আগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের উন্নয়নে অন্তর্বতী সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেয়ার কথা জানায়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, আর্থিক ও বাণিজ্য খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আগের চুক্তির সাথে আরও ২০০ মিলিনিয়ন ডলারের সহায়তা যোগ করা হয়েছে। এ সময় পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে দেশটির সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দল। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে যোগ দেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা।
অর্থ উপদেষ্টা বলেন, আমরা আজকে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলাপ করেছি। আমাদের মূল আলোচনা ছিল তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট ও ইউএসএআইডির সঙ্গে। বিশেষ করে আর্থিক সংস্কার, আর্থিক খাতে যে সহযোগিতা দরকার সেটা। দ্বিতীয় বাণিজ্যের, আমরা এক্সপোর্ট ডাইভারস্টিফিকেশন এবং বাণিজ্য বিভিন্ন কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা কর্মপরিকল্পনা নিয়ে এগোবো, তারা সে ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।