অন্য যে-কোন সময়ের চাইতে ডেঙ্গু এখন অনেকাংশেই নিয়ন্ত্রণে : স্থানীয় সরকার মন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
কেউ মারা গেলে তিনি ডেঙ্গুতে বা করোনায় মারা গেছেন– পরীক্ষা ছাড়া এমনটি বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, অন্য যে-কোন সময়ের চাইতে সারাদেশে ডেঙ্গু এখন অনেকাংশেই নিয়ন্ত্রণে। এরপরও মশার প্রকোপ ঠেকাতে কীটনাশক আমদানীতে শুল্ক কমানোর উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি। ওদিকে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনায় সম্প্রতি মৃত্যুর হার কমলেও দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত সরকার। দুপুরে সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে তারা এসব বলেন।
ঢাকা মহানগরীসহ সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সিটি ও পৌর কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার কার্যক্রম পর্যালোচনায় অনলাইনে অনুষ্ঠিত ৭ম আন্তঃমন্ত্রণালয় সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
বলেন, ডেঙ্গু প্রতিরোধে বর্তমানে যথেষ্ট ভালো অবস্থায় আছে বাংলাদেশ।
রোগীর সংখ্যা দিন দিন বাড়ায়, মশার ওষুধের ঘাটতি রয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, চলতি মৌসুমে ডেঙ্গুতে এ চারজনের মারা যাবার খবর মিলেছে। তবে পরীক্ষায় একজন সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
এসময়ে বাসা বাড়ীতে মশক অভিযানে জরিমানা অযৌক্তিক নয় বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী।
অন্যদিকে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনা ভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে আসলে স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেয়া হবে।
করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি আছে জানিয়ে তিনি আরো বলেন, করোনার সেকেন্ড ওয়েভের জন্য আরো হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।