অন্যের শক্তি-সামর্থ্য দেখে বিচলিত হবার দল আ’লীগ নয়: হানিফ
- আপডেট সময় : ০১:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, অন্যের শক্তি-সামর্থ্য দেখে বিচলিত হবার মতো দল নয় আওয়ামী লীগ। জনগণের শক্তিতে আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল। এর শেকড় অনেক গভীরে।
আওয়ামী লীগ হলো একটি বটগাছ। ধাক্কা দিয়ে একে কিছু করা যায় না। জনগণ যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিনই ক্ষমতায় থাকবে।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ম্যূরালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের পর হানিফ আরো বলেন, বহুবার বিএনপির তর্জন গর্জন শুনেছে দেশের জনগণ। কিন্তু সেই তর্জন গর্জন দেশের জনগণ আমলে নেয়নি। সুতরাং জনগণ যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিনই ক্ষমতায় থাকবে।
ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে হানিফ বলেন, ষড়যন্ত্রের কাছে পরাজিত হবার পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের রেকর্ডও আওয়ামী লীগের আছে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। আগামী সংসদ নির্বাচনে আবারো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবী করে হানিফ বলেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে।