অপরাধীদের রক্ষায় বিরত থাকতে এমপিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ইউএনও ওয়াহিদা হত্যাচেষ্টায় অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে জাতীয় সংসদ অধিবেশনে এমপিদের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অপরাধীদের প্রশ্রয়দাতারাও যেহেতু সমান অপরাধী, তাই অপরাধীদের রক্ষায় নিজেদের বিরত রাখতে এমপিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় একাদশ সংসদের নবম অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রম।
দিনের কার্যসূচীতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সময়ে প্রশ্নোত্তের পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জাবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের হত্যাচেষ্টাকারীদের বিষয়ে বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড়া দেয়া হবে না।
এ সময় ঘটনার পেছনে মদদ দাতাদেরও খুঁজে বেব করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
সংসদ সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঘুম থেকে উঠেই প্রথমেই নামাজের জন্য জায়নামাজ খোঁজেন, আর পিতা বঙ্গবন্ধুর কাছ থেকেই পেয়েছেন সামাজিক ও পারিবারিক শিক্ষা।
এছাড়া দেশের করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।