অপরাধীরা সরকারি দলের হলে আইন বাস্তবায়ন নিয়ে সন্দেহ থেকে যায় : নজরুল ইসলাম খান
- আপডেট সময় : ০৭:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
অপরাধীরা সরকারি দলের হলে আইন বাস্তবায়ন নিয়ে সন্দেহ থেকে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, স্বাধীনতা-সার্বভৌমত্বই আজ ধর্ষিত। এজন্যই একদিকে নারী নির্যাতনের মহোৎসব চলছে, অন্যদিকে চলছে লুটপাটের মহোৎসব। দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ধর্ষকরা সরকার দলের হলে আইন যত কঠিন হোক তা বাস্তবায়ন নিয়ে সন্দেহ থেকেই যায়।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাসাসের আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে যেভাবে মানুষ সোচ্চার হয়েছে তাতে গণ আন্দোলনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
এরআগে জাতীয় প্রেসক্লাব’র সামনে, দেশব্যাপী ধর্ষণ বর্বরতার প্রতিবাদে মানববন্ধন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ।