অপরিকল্পিত নগরায়নের ফলে ফেনীতে দালান কোঠায় হারিয়ে যাচ্ছে খেলার মাঠ

- আপডেট সময় : ০৩:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
- / ১৬১৮ বার পড়া হয়েছে
অপরিকল্পিত নগরায়নের ফলে ফেনীতে দালান কোঠায় হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। আধুনিকতার ছোঁয়ায় উঁচু দালানসহ আকাশের মেঘ শিশুদের কাছাকাছি এলেও ধীরে ধীরে দূরত্ব বাড়ছে মাটির সঙ্গে সম্পর্ক। তাই ভিডিও গেমস আর টেলিভিশনই তাদের একমাত্র ভরসা। এতে সুন্দর শৈশবকে হারাচ্ছে শিশুরা।
অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করায় ফেনী শহর এলাকায় থাকছে না খেলার মাঠ। খেলাধুলার পর্যন্ত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। মাঠের বদলে তারা ছাদে অথবা কলোনির গলিতেই ব্যস্ত থাকছে খেলা নিয়ে । প্রযুক্তির ছোয়ায় অভিবাবকরাও ব্যস্ত থাকেন টেলিভিশন কিংবা ইন্টারনেটে। তাদের দাবি, ইচ্ছে থাকলেও শিশুদের দিতে পারছেন না নিরাপদ খেলার স্থান।
খেলাধুলার পরিবেশ না থাকায় শিশুরা মানসিক ও শারিরিক দুর্বলতা, হৃদরোগসহ চোখের সমস্যায় বেশি পড়ছেন বলে জানান এই বিশেষজ্ঞ।
এদিকে, শিক্ষা অধিদফতরের হিসেবে জেলায় ৫শ’ র বেশি কিন্ডারগার্টেন ও ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। এগুলোর শতকরা ৯৮ ভাগেরই নেই খেলার মাঠ। তবে তাদের নীতিমালায় আনতে দ্রুত নেয়া হচ্ছে ব্যবস্থা বলে জানান জেলা প্রশাসক । শিশুদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে আরো দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।